Song: Bhalobashi Bole
Singer: Imran Mahmudul & Subhamita Banerjee
Bhalobashi Bole Lyrics in Bengali
ভালোবাসি বলে, তুই কারো হলে
পারবোনা তা মেনে নিতে।
ছেড়ে দেওয়া সব যায়,
শুধু তোর বেলায়,
পারবো না ছাড় আমি দিতে।
বেসেছি ভালো যখন একবার,
তোকে যে পাবার অধিকার,
পৃথিবীতে শুধু এই আমার..
ভালোবাসি বলে, তুই কারো হলে
পারবোনা তা মেনে নিতে।
ছেড়ে দেওয়া সব যায়,
শুধু তোর বেলায়,
পারবোনা ছাড় আমি দিতে।
এই মন জানে, কোন সে টানে
তোকে নিয়ে বাঁচতে যে চাই।
হারাবার ভয় তখনি হয়
কাউকে যখন নিজের ভাবা যায়।
বেসেছি ভালো যখন একবার,
তোকে যে পাবার অধিকার,
পৃথিবীতে শুধু এই আমার..
ভালোবাসি বলে, তুই কারও হলে
পারবো না তা মেনে নিতে।
ছেড়ে দেওয়া সব যায়,
শুধু তোর বেলায়,
পারবো না ছাড় আমি দিতে।
তোর অভাবে, নিভে যাবে
এ জীবন আমার পুরোটাই।
হোক যে ভাবে, পেতেই হবে
এই আমাকে তোকে যে তাই।
বেসেছি ভালো যখন একবার,
তোকে যে পাবার অধিকার,
পৃথিবীতে শুধু এই আমার ..
ভালোবাসি বলে, তুই কারও হলে
পারবোনা তা মেনে নিতে।
ছেড়ে দেয়া সব যায়,
শুধু তোর বেলায়,
পারবো না ছাড় আমি দিতে।