Song: SONDHA TARA
Singer: Imran Mahmudul
SONDHA TARA Lyrics in Bengali
ডুবু ডুবু সন্ধ্যে বেলা
কোথায় যাবি তুই ?
আয় না আমি তোর হাতে
সন্ধ্যেতারা ছুঁই। (x2)
ভাল্লাগে না, তোরে ছাড়া
আর কোনো কিছুই,
আয় না আমি তোর হাতে
সন্ধ্যেতারা ছুঁই,
আয় না আমি তোর হাতে
সন্ধ্যেতারা ছুঁই।
আমায় রেখে একলা একা,
হোস না নিরুদ্দেশ।
ভালোবেসে তোর পাশে
এই তো আছি বেশ। (x2)
ভাল্লাগে না, তোরে ছাড়া
আর কোনো কিছুই..
আয় না আমি তোর হাতে
সন্ধ্যেতারা ছুঁই,
আয় না আমি তোর হাতে
সন্ধ্যেতারা ছুঁই।
ভাবনাগুলো তোকে নিয়ে
দিচ্ছে হামাগুড়ি,
তোর আকাশে মেঘের পাশে
উড়ছে ইচ্ছেঘুড়ি। (x2)
ভাল্লাগে না, তোরে ছাড়া
আর কোনো কিছুই..
আয় না আমি তোর হাতে
সন্ধ্যেতারা ছুঁই,
আয় না আমি তোর হাতে
সন্ধ্যেতারা ছুঁই।
ডুবু ডুবু সন্ধ্যে বেলা
কোথায় যাবি তুই?
আয় না আমি তোর হাতে
সন্ধ্যেতারা ছুঁই।
ভাল্লাগে না, তোরে ছাড়া
আর কোনো কিছুই।
আয় না আমি তোর হাতে
সন্ধ্যাতারা ছুঁই।