Song: Bhalobeshe Je Bhule Jay
Singer: Imran Mahmudul
Bhalobeshe Je Bhule Jay Lyrics in Bengali
ভেবোনা ভালো থাকবে
তুমি আমাকে ছেড়ে,
কী হারালে, কী পেলে
বুঝবে ঠিকই পরে।
সেদিন খুঁজবে, হয়তো কাঁদবে
আমাকে ফিরে আর পাবে না,
ভালোবেসে যে ভুলে যায়
সে তো ভালোবাসে না,
ও, ভালোবেসে যে ভুলে যায়
সে তো ভালোবাসে না।।
চলে গেলে ঠিকই ভুলে
একবার কি দেখেছ ভেবে ?
আমার মতো এত বেশি
ভালোবাসা কে তোমায় দেবে ?
ভেতরের কষ্টগুলো
কখনো কেউ দেখেনা,
ভালোবেসে যে ভুলে যায়
সে তো ভালোবাসে না,
ও, ভালোবেসে যে ভুলে যায়
সে তো ভালোবাসে না।।
কত তারিখ চলে গেল
ক্যালেন্ডার হিসেব জানে না,
ফিরবে বলে আশায় থাকি
তোমার আর ফেরা হল না।
ভেতরের কষ্টগুলো
কখনো কেউ দেখেনা,
ভালোবেসে যে ভুলে যায়
সে তো ভালোবাসে না,
ও, ভালোবেসে যে ভুলে যায়
সে তো ভালোবাসে না।