Eto Bhalobashi Lyrics in Bengali |এতো ভালোবাসি লিরিক্স

Song: Eto Bhalobashi
Singer: Imran Mahmudul

https://www.youtube.com/watch?v=StzXBNIKQYI

Eto Bhalobashi Lyrics in Bengali

জানিনা কেন তোকে এতো ভালোবাসি
কত ব্যেথা দিস রে তুই তবু আমি হাসি,
জানিনা কেন তোকে এতো ভালোবাসি
কত ব্যথা দিস রে তুই তবু আমি হাসি,
দিয়ে যা ব্যথা তুই এ বুকে আরও বেশি
বারেবার যেন তোরই কাছে
ছুটে আসি, ভালোবাসি,
জানি না কেন তোকে এতো ভালোবাসি
কত ব্যথা দিস রে তুই তবু আমি হাসি।।

কাটেনা দিন আমার তোকে ছাড়া
তুই বিহনে আমি যে বড়ো দিশেহারা,
কাটেনা দিন আমার তোকে ছাড়া
তুই বিহনে আমি যে বড়ো দিশেহারা,
শুনে যা একবার তোর মাঝে ডুবি-ভাসি
ভুলে যাই সবই দেখে তোর ওই
মুখের হাসি, ভালোবাসি,
জানি না কেন তোকে এতো ভালোবাসি
কত ব্যেথা দিস রে তুই তবু আমি হাসি।।

বোঝেনা মন, আমার ভেবে সারা
দুই নয়নে বহে যে নোনা জলধারা,
বোঝেনা মন, আমার ভেবে সারা
দুই নয়নে বহে যে নোনা জলধারা,
দিয়ে যা ব্যথা তুই এ বুকে আরো বেশি
বারেবার যেন তোরই কাছে
ছুটে আসি, ভালোবাসি,
জানি না কেন তোকে এতো ভালোবাসি
কত ব্যথা দিস রে তুই তবু আমি হাসি,
ও.. হো.. এতো ভালোবাসি।।

Share with your friends

Leave a Comment