Song: Bishesh Karone
Singer: Imran Mahmudul
Bishesh Karone Lyrics in Bengali
কেউ জানে না, কেউ বোঝে না
কোন সে মায়ার টান।
কেউ জানে না, কেউ বোঝে না
এ কোন আহবান।
শুধু আমি জানি, শুধু আমি বুঝি
তাই এ স্বপ্নে ভাসি..
বিশেষ কারণে আমি তোমার কাছে আসি
বিশেষ কারণে আমি তোমায় ভালোবাসি।
জুড়ে থাকো সারাক্ষন মন সীমানা
তোমার মাঝে হারাবার খুঁজি বাহানা।
শুধু আমি জানি, শুধু আমি বুঝি
তাই এ স্বপ্নে ভাসি ..
বিশেষ কারণে আমি তোমার কাছে আসি
বিশেষ কারণে আমি তোমায় ভালোবাসি।
উড়ে আসে কিছু সুখ রোজ বাতাসে
তুমি নামের অনুভব চেনা আকাশে।
শুধু আমি জানি, শুধু আমি বুঝি
তাই এ স্বপ্নে ভাসি ..
বিশেষ কারণে আমি তোমার কাছে আসি
বিশেষ কারণে আমি তোমায় ভালোবাসি।