Ke Tomake Eto Valobaste Pare Lyrics in Bengali |কে তোমাকে এত ভালোবাসতে পারে লিরিক্স

Song:Ke Tomake Eto Valobaste Pare
Singer: Imran Mahmudul

Ke Tomake Eto Valobaste Pare Lyrics in Bengali

কে তোমাকে আমার মতো
এতো ভালোবাসতে পারে?
কে তোমাকে আমার মতো
এতো কাছে চাইতে পারে?

কে তোমাকে আমার মতো
তোমার প্রেমে ভাসে ডোবে?
কে তোমাকে আমার মতো
দিনে রাতে তোমায় ভাবে?

তুমি ছাড়া প্রহরগুলো
একলা মনে হয়।
ভালোবাসার অন্তরালে
হৃদয় পুড়ে ক্ষয়।

কে তোমাকে আমার মতো
চোখের তারায় আগলে রাখে?
কে তোমাকে আমার মতো
তোমায় নিয়ে স্বপ্ন দেখে…

নিরব রাতের দীর্ঘশ্বাসে
তোমার বিচরন।
উড়ছে ধুলি, স্বপ্ন গুলি
তোমারই দহন।

কে তোমাকে আমার মতো
মনের খাতায় আঁকতে পারে?
কে তোমাকে আমার মতো
চোখের জলে ঢাকতে পারে?

Share with your friends

Leave a Comment