Song: Bone Jodi Phutlo Kusum
Singer: Anupam Roy
Lyricist : Rabindranath Tagore
Bone Jodi Phutlo Kusum Lyrics in Bengali:
বনে যদি ফুটল কুসুম
নেই কেন সেই পাখি নেই কেন,
নেই কেন সেই পাখি?
কোন্ সুদূরের আকাশ হতে আনব
আনবো তারে ডাকি,
নেই কেন সেই পাখি নেই কেন,
নেই কেন সেই পাখি?
হাওয়ায় হাওয়ায় মাতন জাগে
পাতায় পাতায় নাচন লাগে গো,
হাওয়ায় হাওয়ায় মাতন জাগে
পাতায় পাতায় নাচন লাগে গো,
এমন মধুর গানের বেলায় সেই
সেই শুধু রয় বাকি।
নেই কেন সেই পাখি নেই কেন,
নেই কেন সেই পাখি?
উদাস করা হৃদয় হরা
না জানি কোন্ ডাকে,
সাগর পারের বনের ধারে
কে ভুলালো তাকে।
আমার হেথায় ফাগুন বৃথায়
বারে বারে ডাকে যে তায় গো,
আমার হেথায় ফাগুন বৃথায়
বারে বারে ডাকে যে তায় গো,
এমন রাতের ব্যাকুল ব্যথায় কেন,
কেন সে দেয় ফাঁকি?
নেই কেন সেই পাখি নেই কেন,
নেই কেন সেই পাখি?
বনে যদি ফুটল কুসুম
নেই কেন সেই পাখি নেই কেন,
নেই কেন সেই পাখি?