Kar Jeno Ei Moner Bedon Lyrics in Bengali | কার যেন এই মনের বেদন লিরিক্স | Rabindra Sangeet

Song: Kar Jeno Ei Moner Bedon
Singer: Arnob
Lyricist : Rabindranath Tagore

Kar Jeno Ei Moner Bedon Lyrics in Bengali:

কার যেন এই মনের বেদন, কার ..
কার যেন এই মনের বেদন, কার ..
চৈত্রমাসের উতল হাওয়ায়, কার ..
ঝুমকোলতার চিকন পাতা
কাঁপে রে কার চম্‌কে-চাওয়ায়।
উতল হাওয়ায়, কার ..
কার যেন এই মনের বেদন, কার।

হারিয়ে যাওয়া কার সে বাণী, কার..
কার সোহাগের স্মরণখানি
আমের বোলের গন্ধে মিশে
কাননকে আজ কান্না পাওয়ায়।
উতল হাওয়ায়, কার ..
কার যেন এই মনের বেদন, কার।

কাঁকন দুটির রিনিঝিনি
কার বা এখন মনে আছে, সেই..
সেই কাঁকনের ঝিকিমিকি
পিয়াল বনের শাখায় নাচে,
উতল হাওয়ায়।

যার চোখের ওই আভাস দোলে
নদী ঢেউয়ের কোলে কোলে, তার..
তার সাথে মোর দেখা ছিল
সেই সেকালের তরী বাওয়ায়।
উতল হাওয়ায়, কার ..
কার যেন এই মনের বেদন, কার
চৈত্রমাসের উতল হাওয়ায়, কার ..
কার যেন এই মনের বেদন, কার।

Share with your friends

Leave a Comment