Song: Byatha Lage
Singer: Anupam Roy
Byatha Lage Lyrics in Bengali:
একা মাঝরাতে জোছনা আঘাতে ব্যথা লাগে
তুই কত দূরে ভূতে আঁচড়ায় একা ঘরে
ব্যথা লাগে, ব্যথা লাগে, ব্যথা লাগে।।
পাশের বালিশে তোর মুখ ছিল
সেই চাঁদের কণাটি,
আজ একা রাতে নিশি ডাকে
চারপায়ে হাঁটি।
ভয়ের স্বপ্ন পিঠে চড়ে
ভূতে আঁচড়ায় একা ঘরে
ব্যথা লাগে, ব্যথা লাগে, ব্যথা লাগে
ব্যথা লাগে, ব্যথা লাগে, ব্যথা লাগে।
একা মাঝরাতে জোছনা আঘাতে ব্যথা লাগে
তুই কত দূরে ভূতে আঁচড়ায় একা ঘরে
ব্যথা লাগে, ব্যথা লাগে, ব্যথা লাগে।।
একাকী জোনাকি উড়ে উড়ে জ্বালে নীল আলো
সেও কি আমার মতো
চাঁদের জোনাক পোকা, ভেসেছিল ভাল।
ভালোবেসে উড়ে জ্বলে মরে
ভূতে আঁচড়ায় একা ঘরে
ব্যথা লাগে, ব্যথা লাগে, ব্যথা লাগে
ব্যথা লাগে, ব্যথা লাগে, ব্যথা লাগে।
একা মাঝরাতে জোছনা আঘাতে ব্যথা লাগে
তুই কত দূরে ভূতে আঁচড়ায় একা ঘরে
ব্যাথা লাগে, ব্যাথা লাগে, ব্যাথা লাগে।