Song: Oestrogen
Singer: Anupam Roy
Oestrogen Lyrics in Bengali:
তোর হাতের এই লেখাগুলো
আমার ভেতর যেই ফেলেছে পা
আমি আড়াল পেলে কেঁদে ফেলি
তোকে দিয়ে ঢাকবো আমার গা (x2)
তুই মুখ ফেরাতে জানিস
আর হাত বোলাতেও জানিস
কেনো আমার গায়েই মুছলি যে তোর মন..
আমার প্রত্যেক পাঁজরে
তোর ইস্ট্রোজেনের গন্ধ
আমার চোখ করেছে অন্ধ
আমার মনে দ্বিধা দন্দ্ব রাখিনি। (x2)
এক সমুদ্র চোখ পালিয়ে
আবার তোকে ছুঁতে পাবো যেই
আমার যা আছে তা দিয়ে বসে
সর্বনাশের দিন গোনা হবেই। (x2)
তুই চোখ ঘোরাতে জানিস
আর পথ এড়াতেও জানিস
কেনো আমার গায়েই মুছলি যে তোর মন..
আমার প্রত্যেক পাঁজরে
তোর ইস্ট্রোজেনের গন্ধ
আমার চোখ করেছে অন্ধ
আমার মনে দ্বিধা দন্দ্ব রাখিনি। (x3)