Song: Chandnite Unmaad Ekjon
Singer: Rupam Islam
Chandnite Unmaad Ekjon Lyrics in Bengali
এক শান্ত নদীর কথা ভাবো
যে চাইছে তোমার চুম্বন
এক তপস্যার কথা ভাবো
যে চাইছে গহন তপবন
এক স্নিগ্ধতার দাবদাহ
পোড়াচ্ছে মায়াবী জীবন।
এক সেরা বন্ধুর কথা ভাবো
চাঁদনীতে উন্মাদ একজন..
কোনো সত্যিকথার কথা ভাবো
কোনো ঋজু নিরমেধ তলোয়ার
আমি জানি তোমাকেও হারাবো
তাই ভয় নেই কিছু হারাবার।
আমি ঠিক দুটো-দশে দাঁড়াবো
নিয়ে সব বিশেই শেষ কবিতা
জানি সেরা বন্ধুর চিঠি পাবো
আমি সেই চিঠি দের দাবীদার।
জানি একদিন তোকে খুঁজে পাবে
কোনো অসুখী ভুল ঠিকানায়
তারপর অক্লেশে যুদ্ধে যাবো
আমি সংঘর্ষের শেষ সীমানায়।
আমার ইচ্ছের ব্যাপ্তি গুলো বিশাল
কর্ম-ক্ষমতা সীমিত
এই দ্বন্দ্বতে খুন হতে পারি
আর থাকতেও পারি জীবিত।
আমি হতে চাচ্ছি বা চাচ্ছিনা
আমার সেরা বন্ধুটির মতো
তুমি ওমন করে তাকিয়ে না
আমি এমনই অসংগত।
এক স্নিগ্ধতার দাবদাহ
পোড়াচ্ছে মায়াবী জীবন..
সেই সেরা বন্ধুর কথা ভাবো
চাঁদনীতে উন্মাদ একজন..
লা-লা-লা, নানা-না..