Vemular Chithi Lyrics in Bengali |ভেমুলার চিঠি লিরিক্স

Song: Vemular Chithi
Singer: Rupam Islam

Vemular Chithi Lyrics in Bengali

ফাঁসে ঝোলা দেহটাকে নিয়ে চলে গ্যাছে কারা
পড়ে আছে শেষ চিঠি ভরা বিস্ময়,
আপাতত রাজনীতি কনট্রোল নিয়ে নিল
দোষারোপ-তাস নিয়ে বাণিজ্য হয়।

ছেলেটার চিরকুটে দোষারোপ নেই কোনও
দাগ দেওয়া নেই কোনও নামের তলায়,
সূক্ষ্ম শরীরে অশরীরী এক শ্রেণীহীন
বিশ্বাস রাখে আজও গল্প বলায়।

গল্পের কম্পনে নড়ে গ্যাছে ভিত, তাই
মন্ত্রীরা ভীত, ঝক্কির এক শেষ,
যে মানুষ মনে মনে শ্রেণীহীন, জাতহীন
এ গল্পে খুঁজে পায় নিজের স্বদেশ।

শোক-মোম জমে জমে, হিমালয় হল ক্রমে
শামিয়ানা, শিবির ও মিছিল হাজার,
আহা নেট সার্কাসে স্টেটাসের ঝড় ওঠে
পড়ে পাওয়া সুযোগের সদ্ব্যবহার।

একটা ভায়ের মুখ, একটা মায়ের মুখ
বিচলিত কীসে, মাথাব্যথা নেই কারও,
ছেলেটার মরে যাওয়া জাতীয় খাদ্য হয়ে
যেন বারবার মারে জননীকে আরও।

দলিত মুদ্দা চোখে প্লাবনের মত নামে
সে স্রোত কি ধুয়ে দেবে শাসকের ভোট?
ভেমুলা ঘরের ছেলে উড়ে গ্যাছে ডানা মেলে
ফেলে রেখে নিরীহ সুইসাইড নোট।

দৈনিক পদদলিতের শেষ যুদ্ধটা
সাদা পতাকা উড়িয়ে বিদ্রুপে হাসে,
সবাই মাড়ালো যাকে, দ্যাখো সেই ছেলেটাকে
অনায়াস প্রত্যয়ে দাঁড়িয়েছে ঘাসে।

আকাশের মত মুখ, বাতাস ভর্তি বুক
নবজাতকের ত্বকে স্বাধীন আবেশ,
মনে রেখো যে রক্তে রোহিত-কণিকা আছে
সে রক্ত-নুন, খায় আমার স্বদেশ।

Share with your friends

Leave a Comment