Dadagiri Title Track Lyrics in Bengali |দাদাগিরি লিরিক্স

Song: Dadagiri Title Track
Singer: Arijit Singh

Dadagiri Title Track Lyrics in Bengali

দাদাগিরি..
এভারেস্ট ডিঙানো যায় কিনা দেখোনা
দাদাকে তুমি কি চেনো না?
ল্যাটা ব্যাট বল শাসন
লাডকে লেঙ্গে চাল চলন
চালা লড়ে পারবে না।
দাদা কোথায় ?
ভেতর ভেতর ভয় কাটলেই দাদা হয়,
দাদা কোথায় ?
নির্ভয়ে যদি দাঁড়ায় লড়ে যায়, দাদা সবাই।
না পাওয়া না জানা
জ্বলন্ত অঙ্গীকার কে চলো
চালাই জাগি জাগাই, দাদাগিরি।

Share with your friends

Leave a Comment