Song: Tor Ek Kothaye
Singer: Arijit Singh
Music Composer: Jeet Gannguli
Lyrics: Prasen
Tor Ek Kothaye Lyrics in Bengali
নাম জানি না তোর,
আর রাত জানিনা ভোর
মন যায় রে চলে যায়,
প্রেম যানিয়ে।
হাল মেলাবি আয়,
দিনকাল মেলাবি আয়
মন ফিরবে নারে আজ,
তোকে না নিয়ে।
তোর এক কথায় আমি রাখবো হাজার বাজি
তোর ইশারায় আমি মরে যেতেও রাজি (x2)
কিছুটা সায় নিয়ে যা তুই,
আলো আমায় দিয়ে যা তুই
পারিনা থাকতে একা আর,
কোনো উপায় দিয়ে যা তুই..
তোর এক কথায় আমি রাখবো হাজার বাজি
তোর ইশারায় আমি মরে যেতেও রাজি।
জানাশোনা নেই অজান্তেই এসেছে অন্য কে
আমাকে মনের অরণ্যের ঠিকানা চিনতে দে (x2)
আর কি বোঝাবো বল,
বলছে ফুলের দল, তুই আমারি
আর কি কারণ চাস,
বলছে বন্ধু বাতাস, তুই আমারি..
তোর এক কথায় আমি রাখবো হাজার বাজি
তোর ইশারায় আমি মরে যেতেও রাজি।
বাড়াবাড়ি মন জ্বালাতন করছে যখনি
আমি কোনো আর চেষ্টার সীমানা রাখিনি (x2)
আর কি বোঝাবো বল,
বলছে ফুলের দল, তুই আমারি
আর কি কারণ চাস,
বলছে বন্ধু বাতাস, তুই আমারি..
তোর এক কথায় আমি রাখবো হাজার বাজি
তোর ইশারায় আমি মরে যেতেও রাজি (x2)