Song: Ei Nishi
Singer: Hridoy Khan And Nirjhor
Ei Nishi Lyrics in Bengali
আজকের এই নিশী ভালোবাসি ভালোবাসি
নিকষ মেঘে তোমার ওই চোখ দেখেছি আজি আমি,
আজকের এই নিশী ভালোবাসি ভালোবাসি
নিকষ মেঘে তোমার ওই চোখ দেখেছি আজি আমি।
মৃদু বাতাস বলে, ছিলে সেই তুমি
তোমারই মোহে হারাই আমি,
মৃদু বাতাস বলে, ছিলে সেই তুমি
তোমারই মোহে হারাই আমি,
নিজেকে যে খুঁজি ফিরি
তোমার প্রেমের সুখসারি,
আজকের এই নিশী ভালোবাসি ভালোবাসি
নিকষ মেঘে তোমার ওই চোখ দেখেছি আজি আমি।
যখন দাঁড়াও এসে, ভুলে যায় সবই
হৃদয়ের সব কথা বলে দেই আমি,
যখন দাঁড়াও এসে, ভুলে যায় সবই
হৃদয়ের সব কথা বলে দেই আমি,
তোমারই যে চিরদিনই
রবো আমি তোমারই।
ও.. আজকের এই নিশী ভালোবাসি ভালোবাসি
নিকষ মেঘে তোমার ওই চোখ দেখেছি আজি আমি,
আজকের এই নিশী ভালোবাসি ভালোবাসি
নিকষ মেঘে তোমার ওই চোখ দেখেছি আজই আমি।