Song: Bodle Gechi
Singer: Farhana Afrin Ayshe
Bodle Gechi Lyrics in Bengali
চলোনা একটু হাঁটি
কিছুক্ষন একসাথে,
এই ক্ষণ ফ্রেমে বাঁধা
তুমি আমি ছবি।
ছিলাম যেমন আমি
আছি তেমনি আমি,
হয়তো তোমার চোখে বদলে গেছি।
হঠাৎ ঘুম ভেঙে তোমাকে খুঁজি
গেলে দূরে বিষণ্ণতা রেখে,
ও.. হঠাৎ ঘুম ভেঙে তোমাকে খুঁজি
গেলে দূরে বিষণ্ণতা রেখে,
ছিলাম যেমন আমি
আছি তেমনি আমি
হয়তো তোমার চোখে বদলে গেছি।
জীবন এখন পাথরে ঘেরা
চাপাকান্না, আছি তবু ভালো,
ও.. জীবন এখন পাথরে ঘেরা
চাপাকান্না, আছি তবু ভালো,
ছিলাম যেমন আমি
আছি তেমনি আমি
হয়তো তোমার চোখে বদলে গেছি।
চলোনা একটু হাঁটি
কিছুক্ষন একসাথে,
এই ক্ষণ ফ্রেমে বাঁধা
তুমি আমি ছবি।
ছিলাম যেমন আমি
আছি তেমনি আমি,
হয়তো তোমার চোখে বদলে গেছি।