Song: Tomay Gaan Shonabo
Singer: Rupankar
Tomay Gaan Shonabo Lyrics in Bengali
তোমায় গান শোনাবো
তাই তো আমায় জাগিয়ে রাখো
ওগো ঘুম-ভাঙানিয়া
তোমায় গান শোনাবো।
চমক দিয়ে তাই তো ডাকো,
বুকে চমক দিয়ে তাই তো ডাকো
ওগো দুখজাগানিয়া..
তোমায় গান শোনাবো।
এলো আঁধার ঘিরে, পাখি এল নীড়ে
তরী এল তীরে
বুঝি আমার হিয়া বিরাম পায় নাকো
ওগো দুখজাগানিয়া..
তোমায় গান শোনাবো।
আমার কাজের মাঝে মাঝে
কান্না ধারার দোলা তুমি থামতে দিলে না যে।
আমার কাজের মাঝে মাঝে
আমার পরশ করে প্রাণ সুধায় ভরে
তুমি যাও যে সরে
বুঝি আমার ব্যথার আড়ালেতে দাঁড়িয়ে থাকো
ওগো দুখজাগানিয়া..
তোমায় গান শোনাবো।