Song: Ek Jhank Pakhi
Singer: Srikanto Acharya
Ek Jhank Pakhi Lyrics in Bengali
এক ঝাঁক পাখি আর এক রাশ ফুল নয়,
এক ঝাঁক পাখি আর এক রাশ ফুল নয়,
নয় এত জীবনের হাসি গান মেলা
এ শুধু ভুলের পরে ভুলের পাহাড় গড়ে
গড়ে তোলা স্বপ্নের ধ্যান ভেঙ্গে ফেলা (x2)
এত নয় সবুজ দ্বীপের মাঝে
হালকা হাওয়ায় ভেসে বেড়ানো
এ শুধু নিজের মনের কাছে নিজেকে এড়ানো (x2)
এ শুধু তুফানি বর্ষা রাতে
পাগলা নদীর মতো পাড় ভাঙ্গা খেলা।
এক ঝাঁক পাখি আর এক রাশ ফুল নয়,
নয় এত জীবনের হাসি গান মেলা
এ শুধু ভুলের পরে ভুলের পাহাড় গড়ে
গড়ে তোলা স্বপ্নের ধ্যান ভেঙ্গে ফেলা।
এত নয় সহজ হৃদয়টাকে
পদ্মফুলের মতো সাজানো
এ শুধু মনের ছেড়া তারে বে সুর বাজানো (x2)
এ শুধু নিজেকে একলা করে
সহ্য করে যাওয়া শত অবহেলা।
এক ঝাঁক পাখি আর এক রাশ ফুল নয়,
নয় এত জীবনের হাসি গান মেলা
এ শুধু ভুলের পরে ভুলের পাহাড় গড়ে
গড়ে তোলা স্বপ্নের ধ্যান ভেঙ্গে ফেলা।