E Raat Jaga Pakhi Lyrics in Bengali |এই রাত জাগা পাখি লিরিক্স

Song: E Raat Jaga Pakhi
Singer: Srikanto Acharya

E Raat Jaga Pakhi Lyrics in Bengali

এই রাত জাগা পাখি,
কি গান যায় শুনিয়ে
আসে ফিরে ফিরে তোমারই ইশারা (x2)

ঐ জোৎস্না ভেজা তোমার হাতছানি
শোনায় কত কথা মিটি মিটি তারা।

উদাসী হাওয়ায় হৃদয় উন্মন
মনে আসে যত কথা বলা বাকি।

পাই ফিরে ভালোবাসার এই মন
রামধনু রঙে কত ছবি আঁকি।

ঐ জোছনা ভেজা তোমার হাতছানি
শোনায় কত কথা মিটি মিটি তারা।

সারাবেলা যত সাধ থাকে গোপন
মায়াবি রাতে এসে দেয় সে উঁকি।

হারানো কত স্মৃতি আসে ফিরে
ভরে যায় জীবনের অনেক ফাঁকি।

এই রাত জাগা পাখি,
কি গান যায় শুনিয়ে
আসে ফিরে ফিরে তোমারই ইশারা।
ঐ জোৎস্না ভেজা তোমার হাতছানি
শোনায় কত কথা মিটি মিটি তারা।

Share with your friends

Leave a Comment