Naam Harano Kono Pother Thikana Lyrics in Bengali |নাম হারানো কোন পথের ঠিকানায় লিরিক্স

Song: Naam Harano Kono Pother Thikana
Singer: Srikanto Acharya

Naam Harano Kono Pother Thikana Lyrics in Bengali

নাম হারানো কোন পথের ঠিকানায়,

নাম হারানো কোন পথের ঠিকানায়
আজ ঘুম ভাঙাতে কে যে ডাকে ইসারায়
তাই রাতের শেষে রোদ্দুর এসে,
আমায় নিয়ে যায়..
নাম হারানো কোন পথের ঠিকানায়
আজ ঘুম ভাঙাতে কে যে ডাকে ইসারায়।

ফেলে আশা কোন দিনের নিরবতা
জেগে ওঠে আজ অন্য মোখরতায়,
ফেলে আশা কোন দিনের নিরবতা
জেগে উঠে যেন বলে যেতে চায়।
যাবে যদি চলো অন্য পথে,
যে পথে মন যেতে চায়
বেধেঁ নিও গান অন্য সুরে,
স্বপনে আবেসে ভেসে যেতে যেতে
নাম হারানো কোন পথের ঠিকানায়
আজ ঘুম ভাঙাতে কে যে ডাকে ইসারায়।

কালো মেঘে ঐ তারা দেখো জ্বলে
ঢেউ ওঠে তাই কি নিথর নদী জলে,
কালো মেঘে ঐ তারা দেখো জ্বলে
নদী জলে ঢেউ শোনো বলে যায়।
পাড়ি দেবো আজ অন্য সাগর
নোনা হাওয়া মেখে গায়,
মিলাবো হাত আজ অন্য হাতে,
আলোতে ছায়াতে মিসে যেতে যেতে।
নাম হারানো কোন পথের ঠিকানায়
আজ ঘুম ভাঙাতে কে যে ডাকে ইসারায়
তাই রাতের শেষে রোদ্দুর এসে,
আমায় নিয়ে যায়..
নাম হারানো কোন পথের ঠিকানায়,
আজ ঘুম ভাঙাতে কে যে ডাকে ইসারায়।

Share with your friends

Leave a Comment