Jeno Muthor Rumal Lyrics in Bengali |যেন মুঠোর রুমাল লিরিক্স

Song: Jeno Muthor Rumal
Singer: Srikanto Acharya

Jeno Muthor Rumal Lyrics in Bengali

যেন মুঠোর রুমাল রুমাল সোহাগী লাল
যেন রাতের আড়াল আড়াল রংমশাল
যেন গানের বাগান বাগান আকাশ নীল
যেন ঘুমের বনে বনে আসে হরিন।

কিছু দূরে কিছু কাছে আলগোছে
কিছু দূরে সুরে সুরে, ঘুরে ঘুরে
হুম..
গাছে গাছে তার কাছে চিঠি আছে।

যেন মুঠোর রুমাল রুমাল সোহাগী লাল
যেন রাতের আড়াল আড়াল রংমশাল
কিছু দূরে কিছু কাছে আলগোছে
কিছু দূরে সুরে সুরে, ঘুরে ঘুরে।

গা ধুয়ে সন্ধ্যে দিল উদাস দিন
পায়ে পায়ে আলপনা হল রঙিন
উদাস দিন হল রঙিন
ফেরিওয়ালা ডাক দিলো অচিনপুর
এলোচুলে নদী নামে সারা দুপুর
অচিনপুর, হুম.. সারা দুপুর
ঝিকিমিকি কথা, আলোছায়া
বেপথু এ হাওয়া ঠিকানা চায়।

হুম.. যেন মুঠোর রুমাল রুমাল সোহাগী লাল
যেন রাতের আড়াল আড়াল রংমশাল।
কিছু দূরে কিছু কাছে আলগোছে
কিছু দূরে সুরে সুরে, ঘুরে ঘুরে।
হুম..
গাছে গাছে তার কাছে চিঠি আছে।

Share with your friends

Leave a Comment