Song: Eki Pothe Cholnare
Singer: Imran Mahmudul & Sheniz
Eki Pothe Cholnare Dhore Lyrics in Bengali
এ মন মানে না কোন বারণ,
ভাবে শুধু অকারণ তোরই কথা।
বোঝে না কোন কিছু বোঝে না,
খোঁজে তোরই ঠিকানা পেতে দেখা।
প্রেমে এতো জ্বালাতন তবু মন ভরে না,
জমা এতো আলাপন যেন শেষ হবে না।
চলে আয় না বাঁচা যায় না করিস না বাহানা।
তুই আয় না রে কাছে আয় না রে,
প্রাণ তো আর হায় সয় না রে।
বলবো কথা কানে কানে,
একই পথে চলনা রে। (x2)
মন যে কখন কোন ইশারায়,
তোরই কাছে হারালো।
প্রেম যে এমন বুঝিনি আগে,
সীমানা সে তো ছাড়ালো।
প্রেমে এতো জ্বালাতন তবু মন ভরে না,
জমা এতো আলাপন যেন শেষ হবে না।
চলে আয় না বাঁচা যায় না করিস না বাহানা।
তুই আয় না রে কাছে আয় না রে,
প্রাণ তো আর হায় সয় না রে।
বলবো কথা কানে কানে,
একই পথে চলনা রে। (x2)
ভালোবাসি কেন এতো,
কি সে যাদু জানি না।
একই আকাশ এক পৃথিবী,
দুরে থাকা ভালো লাগে না।
প্রেমে এতো জ্বালাতন তবু মন ভরে না,
জমা এতো আলাপন যেন শেষ হবে না।
চলে আয় না বাঁচা যায় না করিস না বাহানা।
তুই আয় না রে কাছে আয় না রে,
প্রাণ তো আর হায় সয় না রে।
বলবো কথা কানে কানে,
একই পথে চলনা রে। (x2)