Ami Nei Amate Lyrics in Bengali |আমি নেই আমাতে লিরিক্স

Song: Ami Nei Amate
Singer: Imran Mahmudul & Bristy

Ami Nei Amate Lyrics in Bengali

জানিনা কেন পৃথিবী আমার
লাগে এত অসহায়
আঁধারের জলে ভাসে জীবন
সব আলো নিভে যায়।

মনে হয় আমি নেই আমাতে
হারিয়ে গেছি সেই তোমাতে।

রোজ মাঝরাতে, খোঁজে ভাবনাতে
পাই তোমায়,
ভোর ঘুম ভাঙ্গে, ঘোর চোখ রাঙ্গে
নেই তুমি হায়।
ডুব হাতছানি, চুপ মুখখানি
যায় খুঁজে,
দূর কোনখানে, সুর মন টানে
হলো কিযে..

মনে হয় আমি নেই আমাতে
হারিয়ে গেছি সেই তোমাতে।

নীল সীমানায়, মিলে দুজনায়
হয় যেনো,
হই ঘরছাড়া, রই পথহারা
বলো কেনো?
এই বুকজুড়ে, ওই সুখপোড়ে
বারেবার,
দাগ থেকে যায়, রাগ ঢেকে যায়,
স্মৃতি তোমার।

মনে হয় আমি নেই আমাতে
হারিয়ে গেছি সেই তোমাতে।

Share with your friends

Leave a Comment