Song: Ki Kore Toke Rakhbo Dhore
Singer: Imran Mahmudul
Ki Kore Toke Rakhbo Dhore Lyrics in Bengali
কি করে তোকে রাখবো ধরে
বল না তুই আমায়,
কত ভালোবাসা কত সুখে ভাসা,
কেন সবই বদলে যায়?
ও.. কি করে তোকে রাখবো ধরে
বল না তুই আমায়,
ও.. কত ভালোবাসা কত সুখে ভাসা,
কেন সবই বদলে যায়?
এক অচেনা ঝড়ে সব ভেঙে পড়ে
বরবাদ হয়ে যায় মন,
কেমন করে বল না থাকবি দূরে?
হৃদয়ে তুই সারাক্ষণ,
কেমন করে বল না থাকবি দূরে?
হৃদয়ে তুই সারাক্ষণ।
কত, ফেলে আসা স্মৃতি ভর করে
রোজই হৃদয় আঙিনায়,
সেই চেনা, গন্ধরা স্পর্শ করে
ঘিরে থাকে এখনো আমায়।
এক অচেনা ঝড়ে সব ভেঙে পড়ে
বরবাদ হয়ে যায় মন,
কেমন করে বল না থাকবি দূরে ?
হৃদয়ে তুই সারাক্ষণ,
কেমন করে বল না থাকবি দুরে?
হৃদয়ে তুই সারাক্ষণ।
আজও, আছি শুধু তোরই আশায়
সেই পথে দেখ না দাঁড়িয়ে,
কখন যে, তুই দিবি দেখা হায়
নিবি বুকে জড়িয়ে।
এক অচেনা ঝড়ে সব ভেঙে পড়ে
বরবাদ হয়ে যায় মন,
কেমন করে বল না থাকবি দূরে?
হৃদয়ে তুই সারাক্ষণ,
কেমন করে বল না থাকবি দূরে?
হৃদয়ে তুই সারাক্ষণ।