Song: Ghum Ghum Ei Chokhe
Singer: Shreya Ghoshal and Sonu Nigam
Lyrics : Chandrani Ganguli
Ghum Ghum Ei Chokhe Lyrics in Bengali:
ঘুম ঘুম এই চোখে
স্বপ্ন কে আঁকে তুমি,
ও.. নিঝুম দুপুরে
জাগিয়ে কে রাখে তুমি।
কাছে এসে আধো হেসে বলে যে,
চল যাই সব পেয়েছির দেশে
ছুঁয়ে যায় ভালোবেসে সে, তুমি ও..
ঘুম ঘুম এই চোখে স্বপ্ন কে আঁকে তুমি।
তাকে খোঁজে বৃষ্টি চোখে
রূপকথা সে অচেনা,
ধরা দিয়েও দেয়না ধরা
জেনেও যে রয় অজানা,
রয় অজানা.. কেন অজানা
ও.. ঘুম ঘুম এই চোখে,
স্বপ্ন কে আঁকে তুমি।
সামনে, এলে তুমি
মুখে কুলুপ চোখ ভারী,
ইচ্ছে করে বলি, তবু বলতে কি পারি
ও.. চোখে চোখে সেই কথা
পড়তে কে পারে, তুমি।
তাকে খোঁজে বৃষ্টি চোখে
রূপকথা সে অচেনা,
ধরা দিয়েও দেয়না ধরা
জেনেও যে রয় অজানা,
রয় অজানা.. কেন অজানা।
এইতো, আমি তবু
যেন নইতো আর সেই আমি,
স্বপ্নে চিঠি পাঠাই,
ঠিকানাহীন বেনামী।
মনে মনে তবু জানি, জানি
চিনবে আমাকে তুমি,
ও.. ঘুম ঘুম এই চোখে,
স্বপ্ন কে আঁকে তুমি।
তাকে খোঁজে বৃষ্টি চোখে
রূপকথা সে অচেনা,
ধরা দিয়েও দেয়না ধরা
জেনেও যে রয় অজানা (x2)