Song: Mon Metechhe Mon Moyurir
Singer: Shreya Ghoshal
Mon Metechhe Mon Moyurir Lyrics in Bengali:
মন মেতেছে মন ময়ূরীর কি খেলায়
নাম না জানা ফুল ফোটানোর এই বেলায়
মন মেতেছে মন ময়ূরীর কি খেলায়
নাম না জানা ফুল ফোটানোর এই বেলায়
কি জানি কার স্বপ্নে আমার,
অন্তরে কে ডাকলো আবার
পড়বে চলার চিহ্ন যে তার আমারই পাশে (x2)
রইবে ঘাসে ঘাসে, যে জন ভালোবাসে
এমনি করেই আসে প্রানের মেলায়।
মন মেতেছে মন ময়ূরীর কি খেলায়
নাম না জানা ফুল ফোটানোর এই বেলায়।
আহা রে ওই মেঘের বাহার
উধাও পাখি মন আমার
আহা রে ওই মেঘের বাহার
উধাও পাখি মন আমার
কে অজানা কে অচেনা,
আজ কিছুতেই যায়না চেনা
হয়তো এমন ভোর হবে না,
সেদিন আকাশে (x2)
ফুল যদি না হাসে, গন্ধ তারি ভাসে,
ঝড় হয়ে বাতাসে সবই দোলায়।
মন মেতেছে মন ময়ূরীর কি খেলায়
নাম না জানা ফুল ফোটানোর এই বেলায়।