Song: Jodi Kichu Amare Sudhao
Singer: Srikanto Acharya
Jodi Kichu Amare Sudhao Lyrics in Bengali
যদি কিছু আমারে শুধাও
কি যে তোমারে কব,
নীরবে চাহিয়া রব
না বলা কথা বুঝিয়া নাও
যদি কিছু আমারে শুধাও।
ওই আকাশ নত, যুগে যুগে সংযত
নীরবতা অবিরত কথা বলে গেছে কত (x2)
তেমনই আমার বানী সৌরভে কানাকানি
তেমনই আমার বানী সৌরভে কানাকানি
হয় যদি ভ্রমরাগো সে ব্যাথা বুঝিয়া নাও।
যদি কিছু আমারে শুধাও
কি যে তোমারে কব,
নীরবে চাহিয়া রব
না বলা কথা বুঝিয়া নাও
যদি কিছু আমারে শুধাও।
অন্তরে অন্তরে যদি কোন মন্তরে
বোবা এ প্রানের ব্যথা,
বোঝানো যেত গো তারে (x2)
কবিরও কবিতা সবই তুলি দিয়ে আঁকা ছবি
কবিরও কবিতা সবই তুলি দিয়ে আঁকা ছবি
কিছু নয় তার কাছে এটুকু বুঝিয়া নাও
যদি কিছু আমারে শুধাও
কি যে তোমারে কব,
নীরবে চাহিয়া রব
না বলা কথা বুঝিয়া নাও
যদি কিছু আমারে শুধাও।