Song: Amar Sarata Din Meghla Akash
Singer: Srikanto Acharya
Amar Sarata Din Meghla Akash Lyrics in Bengali
আমার সারাটা দিন
মেঘলা আকাশ, বৃষ্টি
তোমাকে দিলাম (x2)
শুধু শ্রাবন সন্ধ্যা টুকু
তোমার কাছে চেয়ে নিলাম
আমার সারাটা দিন
মেঘলা আকাশ, বৃষ্টি
তোমাকে দিলাম
হৃদয়ের জানালায় চোখ মেলে রাখি
বাতাসের বাশিতে কান পেতে থাকি (x2)
তাকেই কাছে ডেকে,
মনের আঙ্গিনা থেকে
বৃষ্টি তোমাকে তবু ফিরিয়ে দিলাম..
আমার সারাটা দিন
মেঘলা আকাশ, বৃষ্টি
তোমাকে দিলাম
তোমার হাতেই হোক রাত্রি রচনা
এ আমার স্বপ্ন সুখের ভাবনা (x2)
চেয়েছি পেতে যাকে
চাইনা হারাতে তাকে
বৃষ্টি তোমাকে তাই ফিরে চাইলাম..
আমার সারাটা দিন
মেঘলা আকাশ, বৃষ্টি
তোমাকে দিলাম
শুধু শ্রাবন সন্ধ্যা টুকু
তোমার কাছে চেয়ে নিলাম
আমার সারাটা দিন
মেঘলা আকাশ, বৃষ্টি
তোমাকে দিলাম