Song: Tin Dana
Singer: Srikanto Acharya
Tin Dana Lyrics in Bengali
তিন দানা, তিন দানা
আকাশের দরজা খোলা তিন দানা,
তিন দানা, তিন দানা
ছুটে আয় করবি খেলা তিন দানা।
আর যাস না ফিরে ওই বন্ধ ঘরে
যাস না ভেসে আর অন্ধকারে ,
এই ছোটার খেলায় তোকে আর কে হারায়
তাই হারাতে তোর সাথে আমারও নেই মানা।
তিন দানা, তিন দানা
আকাশের দরজা খোলা তিন দানা,
ও ও তিন দানা, তিন দানা
ছুটে আয় করবি খেলা তিন দানা।।
দুলে নদী উথাল-পাথাল আকাশ বুকে
দোলে দামাল হাওয়া চাঁদের গায়,
কোন সে আলোর স্বপ্ন দোলে মেঘের চোখে
শুধু গানের ছবি এঁকে যায়।
ও পাখনা মেলা ওই পাখির ঝাঁকে
রাখনা ধরে সেই স্বপ্নটা কে,
এই ধরার খেলায় তোকে আর কে হারায়
তাই হারাতে তোর সাথে আমারও নেই মানা।
তিনদানা, তিনদানা
আকাশের দরজা খোলা তিনদানা,
ও ও তিন দানা, তিন দানা
ছুটে আয় করবি খেলা তিন দানা।।
এলোমেলো বুকে এখন ঝড়ের আভাস
কালো মেঘের ছায়া দরিয়ায়,
তবু যেতে হবে যখন ডাকে আকাশ
বলে কাছে আয় রে কাছে আয়।
ও, থাক না এই দিন থাকনা পড়ে
তুই দেখ না চেয়ে দেখ জীবন ভরে,
এই চাওয়ার খেলায় তোকে আর কে হারায়
আর হারাতে তোর সাথে আমারও নেই মানা।
তিন দানা, তিন দানা
আকাশের দরজা খোলা তিন দানা,
ও ও তিন দানা, তিন দানা
ছুটে আয় করবি খেলা তিনদানা।