Song: Kichu Chena Mukh
Singer: Anupam Roy
Kichu Chena Mukh Lyrics in Bengali
কিছু চেনা মুখ আর অচেনা সুখ
প্রতিদিন স্বপ্ন দেখায়
জীবন নাকি জীবন ধারায়
মনতো শুধু এই দোটানায়
বরফ গলা বাস্তবতায়
বৃষ্টি কেন চোখের পাতায়।
সামনের পথ নাকি স্থবির স্মৃতি
আগামীর গান নাকি পুরোনো গীতি
সামনের পথ নাকি স্থবির স্মৃতি
হঠাৎ থেমে যাওয়া সময় যেন
চোখে ভাসছে, আর ভাবছে
দাঁড়িয়ে পথের কিনারায়।
জীবন নাকি জীবন ধারায়
মনতো শুধু এই দোটানায়
বরফ গলা বাস্তবতায়
বৃষ্টি কেন চোখের পাতায়।
হয়তো পড়ে থাকা জীবন মেলায়
আজ কাল আর পরশুর গল্প হারায়
হয়তো পড়ে থাকা জীবন মেলায়
সময়ে অসময়ে ভেঙে যাওয়া মন
যেন বলছে, শুধু বলছে
ও অবুজ চোখের ভাষায়।
জীবন নাকি জীবন ধারায়
মনতো শুধু এই দোটানায়
বরফ গলা বাস্তবতায়
বৃষ্টি কেন চোখের পাতায়।
কিছু চেনা মুখ আর অচেনা সুখ
প্রতিদিন স্বপ্ন দেখায়
জীবন নাকি জীবন ধারায়
মনতো শুধু এই দোটানায়
বরফ গলা বাস্তবতায়
বৃষ্টি কেন চোখের পাতায়।