Song: Tomar Bhetor Theke
Singer: Anupam Roy, Piya Chakraborty
Tomar Bhetor Theke Lyrics in Bengali
তোমার ভেতর থেকে আমায় যেই এনেছো ডেকে
তোমার ঘরের ভিতর আমার ঘর।
তোমার ভেতর থেকে আমায় যেই এনেছো ডেকে
তোমার ঘরের ভিতর আমার ঘর।
এখন মন, অন্য জন,
তোমার আয়নায় নেই আমি।
বৃষ্টি হীন, ক্লান্ত দিন,
আমার কথার পাগলামি।
তুমি আমায় চেনো কি ?
তোমার ভেতর থেকে আমায় যেই এনেছো ডেকে
তোমার ঘরের ভিতর আমার ঘর।
আমার অগোচরে তুমি আছো নানান স্তরে
যখন তখন তোমায় ছুঁতে পাই
আমার অগোচরে তুমি আছো নানান স্তরে
যখন তখন তোমায় ছুঁতে পাই
কত যে মাস, এই প্রবাস,
তোমার চিন্তায় নেই আমি।
চলেছি তাই, গ্রহ তারায়,
কোথায় গিয়ে যেয়ে থামি।
তুমি আমায় চেনো কি ?
তোমার ভেতর থেকে আমায় যেই এনেছো ডেকে
তোমার ঘরের ভিতর আমার ঘর।