MERI JAAN Lyrics in Bengali |মেরি জান লিরিক্স

Song: MERI JAAN
Singer: Anupam Roy

MERI JAAN Lyrics in Bengali

মেরি জান মেরি চেন
আমি সদ্য হ্যালোজেন
যে বোঝে বোঝে যায় বলে পাগল
একটু উড়তে উড়তে চাই
একটু গুছিয়ে দাঁড়াই
বসি হেলেদুলে চলে যায় পাগল
ও মেরি জান মেরি চেন
আমি দুস্টু এরোপ্লেইন
উড়ছি অবেলায় বলে পাগল
একটু উড়তে উড়তে চাই
হেলেদুলে চলে যায় পাগল
যেন ভূতের রাজা দিলো
একশো বছর দিলো বাঁচার
কিছু মিথ্যে মিথ্যে রোজ
দিলো অচেনা শরৎ
দিলো অঢেল সময় দিলো আবার
ও মেরি জান ।

শোনো আলেয়া শহর তুমি চলে যাবে ভোর
যদি হাত পেতে রাখি তবু যাবে
কত পাখিদের ভোর জাগে
আমার বাসর বাঁধি খড়কুটো ভালোবাসা যাবে

মেরি যান মেরি চেন
আমি ছোট্ট হেরিকেন
জালি সাঁঝের বেলায় বলে পাগল
সখি যাতনা বাজায় বাঁশি স্রোতের তলায় ভাসি
জলের পরীরা বলে পাগল ।

কত ফাগুন বিকেল দিলো চেনা সাইকেল দিলো
ধুলোয় রাস্তা কেটে যাবার
কত মুঠো মুঠো রোদ দিলো
বৃষ্টি বসত দিলো
পরশ পাথর ছুঁয়ে যাওয়া
ও মেরি জান । ..

Share with your friends

Leave a Comment