Song: Kokhono Kakvore
Singer: Gourab Dutta
Lyrics: Shreya Roy Choudhury
Kokhono Kakvore Lyrics in Bengali:
কখনও কাকভোরে ডাক দিলে আমাকে,
বসো মুখোমুখি স্বপ্নের রোয়াকে ।
আদরের জল আলমিছি ছুঁয়ে
শহরের ধুলো, ভালোবাসা সয়ে ।
সুখটানের ধোঁয়া সরিয়ে,
চেনা রাস্তার রং টুকু নিয়ে
যখন ক্যাকোফনি ঘুমিয়ে থাকে
বসো মুখোমুখি স্বপ্নের রকে ।
কখনও কাকভোরে ডাক দিলে আমাকে
বসো মুখোমুখি স্বপ্নের রোয়াকে ।
কোকিলের ডাক, থাক না থাক
রিংটোনে ফাগুন আমার ।
আঙুলের ফাঁকে স্বরলিপি অবাধ
সূর্যের বুক চিরে পায়রারা যাক ।
তখন শহর ভীষণ জেগে থাকে
তুমি আমি বসি, স্বপ্নের রোয়াকে ।