Song: Michhrir Dana
Singer: Shreya Ghoshal, Jeet Gannguli
Lyricist: Srijato
Michhrir Dana Lyrics in Bengali:
(যেথা খুশি যেও বাবু…
আরে দিল ভেঙে চলে যেও না…
এ দিল যে বড়ই বেকাবু…
তাকে ফিরে চেওনা ।)
কুমোর পাড়ার সাঁইয়ো ভাদু
নগর পাড়ার সাঁইয়ো না ।
পাশ পাড়াতে সতীন আছে,
পান দিলে পান খাইয়ো না ।
পান দিলে পান খাইয়ো না ।
পাশ পাড়াতে সতীন আছে,
পান দিলে পান খাইয়ো না ।
ও ভাদু, লে লে লে
পয়সা দু’আনা ।
তু কিনে খাবি মিছরির দানা ।
তু কিনে খাবি মিছরির দানা ।
তু কিনে খাবি মিছরির দানা ।
এই রাত জ্বলে খা, মিছরি গুলে খা
ঠোঁটে লেগে থাক মিঠা ।
অ্যাডাল্ট রজনী, মদ দে সজনী
ডাকিস আমায় সেনোরিটা ।
আজ মন খালি সে, থাক পাশবালিশে
বাসরে জেগেছে বর-ও ।
আঙুর না পেলে, মন দাও আপেলে
কিছুতো এবার করো ।
কুমোর পাড়ার সাঁইয়ো ভাদু
নগর পাড়ার সাঁইয়ো না ।
পাশ পাড়াতে সতীন আছে,
পান দিলে পান খাইয়ো না ।
পান দিলে পান খাইয়ো না ।
পাশ পাড়াতে সতীন আছে,
পান দিলে পান খাইয়ো না ।
ও ভাদু, লে লে লে
পয়সা দু’আনা ।
তু কিনে খাবি মিছরির দানা ।
তু কিনে খাবি মিছরির দানা ।
তু কিনে খাবি মিছরির দানা ।