Song: Rajashri Tomar Jonno
Singer: Nachiketa Chakraborty
Rajashri Tomar Jonno Lyrics in Bengali
রাজশ্রী তোমার জন্য মুদ্রাস্ফীতি অস্ট্রেলিয়ায়,
রাজশ্রী তোমার জন্য দুর্ঘটনা সোমালিয়ায় (x3)
বাড়লো সিগারেটের দাম,
তছরুপের দায় সুখরাম,
বাড়লো সিগারেটের দাম,
তছরুপের দায় সুখরাম, আহা!
রাজশ্রী তোমার জন্য ওঠে সূর্য, চাঁদডুবে যায়।
রাজশ্রী, রাজশ্রী, ও রাজশ্রী তোমার জন্য
রাজশ্রী, রাজশ্রী, রাজশ্রী তোমার জন্য..
ওঠে সূর্য, চাঁদ ডুবে যায়।
রকে বসা কত যুবক, দীর্ঘশ্বাসফেলে যায়
রাজশ্রী তোমার কথা,
ক্লিনটন ভাবে অ্যামেরিকায়
সুপার মেগাস্টার আমিতাভ,
গীটার হাতে নিতে চায়,
নিয়ম করে স্নানের ঘরে,
জীবনমুখী গান গায়।
দেশটা যায় রসাতলে,
বেত্রবতী বানের জলে,
দেশটা যায় রসাতলে,
বেত্রবতী বানের জলে,
আর প্রধানমন্ত্রী চুরির দায়ে।
রাজশ্রী, রাজশ্রী, রাজশ্রী তোমার জন্য
রাজশ্রী, রাজশ্রী, রাজশ্রী তোমার জন্য..
ওঠে সূর্য, চাঁদ ডুবে যায়।
রাজশ্রী তোমার জন্য মুদ্রাস্ফীতি অস্ট্রেলিয়ায়,
রাজশ্রী তোমার জন্য দুর্ঘটনা সোমালিয়ায়।
(আর পারিনা!)
তোমার কথায় চিত্রা সেন,
ফিল্মে আবার আসতে চায়,
ছাড়া পেয়ে চার্লস শোভরাজ,
পৌরসভার ভোটে দাঁড়ায়।
তোমার কথায় নদী আপন, বেগে পাগলপারা
টাটা এবং বিড়লা সাহেব হতে চান সর্বহারা।
সি.বি.আইয়ের মাথারা সব,
তোমার ছবি বুকে গোঁজে
হরি নামের মত বলে,
তোমার নামে দু’চোখ বোজে
টি.এন. সেশন গান গায়
রাজশ্রী, রাজশ্রী, রাজশ্রী তোমার জন্য
রাজশ্রী, রাজশ্রী, রাজশ্রী তোমার জন্য..
রাজশ্রী, রাজশ্রী, রাজশ্রী, রাজশ্রী..
রাজশ্রী তোমার জন্য মুদ্রাস্ফীতি অস্ট্রেলিয়ায়,
রাজশ্রী তোমার জন্য দুর্ঘটনা সোমালিয়ায়
এই সভ্যতায় একজন কার্টুনিস্টের যদি নিছক হাস্যরস সৃষ্টির স্বাধীনতা থাকে;
তবে, একজন গায়কেরও নিশ্চয় থাকা উচিত।
মানে নচিকেতারও থাকা উচিত, তাইনা ?
আর আপনারা সব্বাইতো রাজশ্রীর জন্য পাগল হয়ে গেছেন।
আর পাগলে কী না বলে!