Song: Tomay Mone Porchilo
Singer: Rupankar Bagchi
Tomay Mone Porchilo Lyrics in Bengali
কাল রাতে ঠিক,
মাঝ রাতে ঠিক,
তোমায় মনে পড়ছিল।
দূরে গ্রামোফোনে আলি আকবর,
আত্মমগ্ন বাজছিল।
আলি আকবর শরদের তারে
তোমায় সুরে বাঁধছিলো।
কাল রাতে ঠিক,
মাঝ রাতে ঠিক,
তোমায় মনে পড়ছিল।
ব্যালকনি জুড়ে হঠাৎ কখন
এক ঝলক হাওয়ায়,
শীত নেমে এল অন্তরঙ্গ
কার হাতের ছোঁয়ায়..
মনে পড়ছিল ভীষণ তোমায়
দারুন মনে পড়ছিল,
মনে পড়ছিল ভীষণ তোমায়
দারুন মনে পড়ছিল।
দূরে গ্রামোফোনে আলি আকবর,
আত্মমগ্ন বাজছিল।
আলি আকবর শরদের তারে
তোমায় সুরে বাঁধছিলো।
কাল রাতে ঠিক,
মাঝ রাতে ঠিক,
তোমায় মনে পোড়ছিলো।
স্কাই’লাইন ছুঁয়ে অবাক চোখে
একপলক চাওয়ায়..
ঘুম নেমে এলো নিস্তরঙ্গ
কোন সুরের মায়ায়..
মনে পড়ছিল ভীষণ তোমায়
দারুন মনে পড়ছিল,
মনে পড়ছিল ভীষণ তোমায়
দারুন মনে পড়ছিল।
দূরে গ্রামোফোনে আলি আকবর,
আত্মমগ্ন বাজছিল।
আলি কবর শরদের তারে
তোমায় সুরে বাঁধছিলো।
কাল রাতে ঠিক,
মাঝ রাতে ঠিক,
তোমায় মনে পড়ছিলো।