Song: Parbo Na Ami Charte Tokey
Singer: Arijit Singh
Music Director – Indradeep Dasgupta
Lyrics – Prasen
Parbo Na Ami Charte Tokey Lyrics in Bengali
ওরে মন, বোবা মন, বোকা মন
জানে না, শোনে না, সে বারণ
খালি যায় ছুটে যায় দিকে তোর
থেকে যায় চিন্তায় অকারণ
তাই পারবো না, আমি পারবো না
আমি পারবো না, আমি পারবো না
ও.. পারবো না আমি ছাড়তে তোকে
কোনো মতে আর হারতে তকে
সরে যেতে আর আমি পারবনা (x2)
তোর বায়না সব রেখে দেব সাজিয়ে
তুই চাইলে বল হয়ে আছি রাজি রে
পালাতে আমি পারবোনা..
ছায়া তোর হয়ে আছি দেখ
পথে তোর চেয়ে আছি দেখ
হুম.. তোকে বল কি করে বোঝাই
দুজনেই হয়ে আছি এক
হু.. পারবো আমি রাখতে তোকে
পারবো আমি ঢাকতে তোকে
ছেড়ে যেতে আর আমি পারবনা
হু.. তোর বায়না সব রেখে দেব সাজিয়ে
তুই চাইলে বল হয়ে আছি রাজি রে
পালাতে আমি পারবোনা…
ওরে মন বোবা মন বোকা মন
জানে না শোনে না সে বারণ
খালি যায় ছুটে যায় দিকে তোর
থেকে যায় চিন্তায় অকারণ
তাই পারবোনা, আমি পারবোনা
আমি পারবোনা, আমি পারবোনা
ও.. হো.. ও.. হো..